আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ্ দায়িত্ব গ্রহণের পরই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, যে কোনো সমস্যায় দালাল না ধরে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আমার দরজা সবার জন্য খোলা। আমি কারো কাছথেকে এক টাকাও নেব না এ ব্যাপারে আমি আশ্বস্ত করছি।
তিনি আরও জানান, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে অপরাধ দমনে সফলতা আসবে। এ সময় তিনি পুলিশ-সাংবাদিক ভাই ভাই, অপরাধীদের রক্ষা নাই’ স্লোগানকে সামনে রেখে সহযোগিতার আহ্বান জানান।
ওসি মহিবুল্লাহ্ বলেন, সোনারগাঁয়ের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন এবং জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেবেন।
সভায় স্থানীয় সাংবাদিকরা নতুন ওসিকে স্বাগত জানান এবং অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।