আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের আমঝুপিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকালে মউকের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে এবং এএলআরডি’র
সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ও
ছড়াকার আহাদ আলী মোল্লা, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ ইয়াদুল মোমিন এবং দৈনিক আমাদের সূর্যদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুল হক পোলেন।
অতিথিরা তাদেরব ক্তব্যে বলেন, সবার জন্য অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা সচেতন হলে মানবাধিকার লঙ্ঘন কমে যাবে। পুলিশ সব সময় আইনের প্রতি সম্মান রেখে তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা সভার আগে একটি র্যালি আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।