‘হাদির অবস্থা সংকটাপন্ন, আগামী ৭২ ঘণ্টা খুবই ঝুঁকিপূর্ণ’

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে। যার ফলে গুরুতর মস্তিষ্ক আঘাত (ম্যাসিভ ব্রেন ইনজুরি) হয়েছে। বর্তমানে তার মাথার খুলি খোলা রয়েছে এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ঢামেক নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান বলেন, ‘গুলিটি মাথার ভেতর দিয়ে ক্রস করে গেছে। এতে ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে এবং ব্রেইন স্টেমেও আঘাত লেগেছে। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনো আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি। তবে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা নিশ্চয়তা নিয়ে কিছু বলতে পারছি না।’
ডা. জাহিদ আরও জানান, ‘বাম দিকে যেখানে গুলিটি বের হয়েছে, সেই অংশের খুলির হাড় অপসারণ করে মস্তিষ্কের চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। মাথার ভেতরের রক্ত ও জমে থাকা ফ্লুইড অপসারণ করা হয়েছে। ক্রমাগত চাপ এবং ব্লিডিংয়ের কারণে অবস্থার ওঠানামা হচ্ছে।’
ডা. জাহিদ আরও বলেন, ‘হাদির নিজস্ব শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা এখনো আছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে অবস্থা খুবই ক্রিটিক্যাল। জীবন রক্ষার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়্যেদুর রহমান জানান, ‘হাদিকে ঢামেকে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র ৩। পরে তিনি একবার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন। মস্তিষ্কে চাপ বেড়ে যাওয়ায় ডিকম্প্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে। তবে অবস্থার দ্রুত ওঠানামার কারণে তাকে স্টেবল রাখা কঠিন হয়ে পড়ছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো সুস্পষ্ট চিকিৎসা সিদ্ধান্ত দেওয়া বা আশার কথা বলা সম্ভব নয়।’
চিকিৎসকরা জানান, সন্ধ্যার পর হাদির নাক ও গলা দিয়ে তীব্র ব্লিডিং শুরু হয়। তা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তৎপর হন। বর্তমানে তিনি ওষুধের সহায়তায় হিমোডাইনামিকালি স্টেবল আছেন, তবে অবস্থা দীর্ঘস্থায়ী নয়।
চিকিৎসকদল আরও জানিয়েছেন, ‘হাদির বাম দিকের খুলি খুলে রাখা হয়েছে কারণ সেখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মগজ থেকে পানি বের করে চাপ কমানোর ব্যবস্থা করা হয়েছে। নাক ও গলা দিয়ে ব্লিডিং শুরু হলে তা চিকিৎসকরা ম্যানেজ করেছেন। কিছুক্ষণ হেমোডাইনামিকালি স্টেবল থাকলেও পরে আবার অবস্থার ওঠানামা হচ্ছে। জীবনের ন্যূনতম চিহ্ন এখনো আছে, তিনি পুরোপুরি নিস্তেজ হননি।’
চিকিৎসকদল সংবাদ সম্মেলন করার ১০ মিনিটের মধ্যে শরীফ ওসমান হাদিকে আইসিইউ সাপোর্টেড এম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *