কলকাতায় মেসি, মধ্যরাতেও ছড়াল উন্মাদনা

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রায় ১৪ বছর পর ভারতে এসে মধ্যরাতে কলকাতায় নামতেই লিওনেল মেসিকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছড়ায়; তিন দিনের সফরে ব্যস্ত সূচিতে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দিয়ে এরপর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ফুটবলের মহাতারকা লিওনেল মেসির আগমনে যেন উৎসবে মেতে উঠেছে কলকাতা। মধ্যরাতের নীরবতা ভেঙে উন্মাদনায় মুখর হয়ে উঠল ভারতের এই নগরী। সময়ের সেরা ফুটবলারকে বরণ করে নিতে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
শুক্রবার রাত আড়াইটায় কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। তিন দিনের সফরের প্রথম দিনে কলকাতায় পা রেখেছেন এই ফুটবল জাদুকর।
বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তাদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। তবে সব এড়িয়ে মেসি সোজা চলে যান হোটেলে।
তিন দিনের এই সফরে দম ফেলার তেমন সুযোগ নেই। ব্যস্ত সময় পাড় করবেন তিনি। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হবে তাকে। সূচি তৈরি আগে থেকেই।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উন্মোচন করবেন এলএম টেন। আর এরপর তিনি কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে রওনা দেবেন।
বেলা সাড়ে ১১টায় মাঠে আসবেন শাহরুখ খান। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গাঙ্গুলিও। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব।
অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি। দুপুর ২টায় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখান থেকে মুম্বাই ও দিল্লিতে যাবেন এই ফুটবল জাদুকর।
এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। সেবার ভেনেজুয়েলার সাথে ফিফা ফ্রেন্ডলি খেলেছিল তার দল আর্জেন্টিনা। যার অধিনায়ক ছিলেন মেসি। আর এবার যখন আসলেন, তখন তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *