সিরিয়ায় মার্কিন হামলায় আইএস-এর ৫ সদস্য নিহত

শুভদিন অনলাইন রিপোর্টার:

সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দেইর ইজোর প্রদেশে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন ওই হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক কর্মকর্তাসহ অন্তত পাঁচ জন আইএস সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান এএফপিকে বলেন, ‘আইএস সন্দেহভাজনরা এই প্রদেশের পশ্চিম অংশে নিহত হয়েছে এবং কেন্দ্রটি ওই এলাকায় ড্রোন পরিচালনার দায়িত্বে ছিল।’

এর আগে, মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, সিরিয়ায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *