পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি: রবি

তরিকুল ইসলাম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে দলটির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার ২০ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলে।

রবিউল আলম রবি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। মানুষের ভালোবাসা পাওয়ার আগেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বলেই জনগণের ভালোবাসা ও নেতৃত্বের মর্যাদা অর্জন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ বিএনপির ওপরই নির্ভর করছে। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতির সামগ্রিক কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

শেখ রবিউল আলম রবি বলেন, বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এবং তার আদর্শ ও দর্শন বাস্তবায়নে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আসুন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার জাতির সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেন।

এ সময়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *