জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম আহ্বায়ক হলেন আইনজীবী সোহেল রানা

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তত্ত্বাবধানে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আইনজীবী সোহেল রানা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আংশিকভাবে ১০১ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় আইনজীবী সোহেল রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা যায়, ২০১৫ সালে উত্তরা থেকে তুলে নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে টানা ১৮৬ দিন গোপনে আটক রাখা হয়। এ সময় তিনি চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বিশেষ করে শেষ দুই মাস তাকে একটি অন্ধকার ও দুর্গন্ধময় শৌচাগারে বন্দি করে রাখা হয়েছিল।
গুম থেকে ফিরে সোহেল রানা এ ঘটনাকে কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে দেখেননি; বরং তিনি এটিকে পুরো জাতির জন্য একটি গভীর সংকট হিসেবে মূল্যায়ন করেছেন। তার মতে, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি মানবাধিকার ও গণতন্ত্র ধ্বংসের একটি ভয়াবহ সংস্কৃতি।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *