সোনারগাঁয়ে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার হাবিবপুর ঈদগাহ সংলগ্ন ফার্নিচার মার্কেটের একটি ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয়দের ছোটাছুটি, চিৎকারে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আগুন নেভাতে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালালেও তীব্র আগুনের কারণে তা ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার ওসমান গনি জানান,
৯৯৯ নম্বরে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *