আনিসুরর হমান সোনারগাঁ প্রতিনিধি:
সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।