৫ আগস্ট সর্বস্তরের মানুষ দল-মত-নির্বিশেষে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষা করেছে: তারেক রহমান

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ দল-মত-নির্বিশেষে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রক্ষা করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণরা ২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কিভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি। ৭১-এ যারা শহীদ হয়েছেন, ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *