তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধগুলি পরিবর্তনের প্রধান শক্তি-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

শুভদিন অনলাইন রিপোর্টার:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন , ২৪ এর গণঅভ্যুত্থানের শ্রেষ্ঠ বীরযোদ্ধা শরীফ ওসমান হাদীর স্মরণে আমার বক্তব্য আমি উৎসর্গ করছি। উৎসর্গ করছি সোনারগাঁ বিশ্ববিদ্যালয় দুইজন বীরযোদ্ধাকে, ১১ জন নারীকে যারা প্রাণ দিয়েছে চব্বিশের যুদ্ধে তাদেরকে। তাদের বীরত্বে, আত্মত্যাগে দ্বিতীয়বার সুযোগ পেয়েছি দেশটিকে পুনর্গঠনের জন্য বক্তৃব্যে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা এই মূল্যবোধ গুলি পরিবর্তনের প্রধান শক্তি।
উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, সমাজে নারীপুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। গণতান্ত্রিক সমাজ বিনির্মানে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালে জুলাই মাস– যখন আমাদের তরুণ সমাজ রাজপথে নেমেছিল কেবল প্রতিবাদের ভাষা হিসেবে নয়, বরং সমান মর্যাদা, ন্যায় ও ন্যায্য অধিকারের দাবিতে। সেই সময় আমরা প্রত্যক্ষ করেছি তরুণ চোখে নির্ভীক স্বপ্ন, কন্ঠে অটল সত্য এবং এক অনমনীয় দৃঢ়তা, যা একটি ক্লান্ত জাতিকে পুনরায় আত্মবিশ্বাসের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা অনেকেই প্রথমবারের মতো গ্র্যাজুয়েট পরিচয়ে নিজেদের উপস্থাপন করছেন। এই পরিচয়ের সঙ্গে অবধারিতভাবে যুক্ত হয়েছে দায়িত্ব মূল্যবোধ ও নেতৃত্বের প্রত্যাশা। সমাজে নারী নির্যাতন প্রতিরোধ , সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ, সমাজে দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের চারপাশের মানুষ ও দেশকে দায়িত্বের সঙ্গে দেখা- এই
মূল্যবোধগুলি আপনাদের প্রকৃত পরিচয় নির্মাণ করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে সভাপতি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ–সুবিধা নয়; বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না—মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, উপদেষ্টা আজিজুল বারী (শিপু), এল. মীর আবদুল আলিম, উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উক্ত সমাবর্তনে Spring-2021 থেকে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটতে বৃক্ষরোপণকারীদের মাঝে লটারি ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *