শোক বইতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের স্বাক্ষর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

শুভদিন অনলাইন রিপোর্টার:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান অফিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন।

শোক বইতে স্বাক্ষরের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিএনপি পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই শোক অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *