শুভদিন অনলাইন রিপোর্টার:
বর্তমান সংকটময় সময়ে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো বিকল্প নেই। নতুন দল দিয়ে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার মতো ঝুঁকিপূর্ণ এক্সপেরিমেন্টে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি ।
শুক্রবার ২ জানুয়ারি রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রবিউল বলেন, রাষ্ট্র পরিচালনা, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে প্রতিনিধিত্ব করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার যে অভিজ্ঞতা ও যোগ্যতা প্রয়োজন, তা এই মুহূর্তে বিএনপির চেয়ে অন্য কোনো দলের বেশি নেই। তিনি আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির নগ্ন হস্তক্ষেপ থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রা রক্ষার সক্ষমতাও বিএনপির রয়েছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে এবারের নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনা সচেতন নাগরিকদের দায়িত্ব। আমাদের দায়িত্ব।তবে বিএনপি যদি ক্ষমতায় গিয়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে অন্য বিকল্প বেছে নেওয়াও জনগণের গণতান্ত্রিক অধিকার।
২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে রবিউল আলম রবি বলেন, সেবার বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিল। কিন্তু তখন অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার বিএনপি নতুন করে তার ওপর আস্থা রেখেছে এবং জনগণের সমর্থন পেলে। আপনাদের আস্থা পেলে সেই আস্থার অমর্যাদা করব না বলে অঙ্গীকার করেন।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ৩৩ বছর ধরে তিনি এই আসনে রাজনীতি করছেন এবং ওয়ার্ড পর্যায় থেকে উঠে এসে দীর্ঘদিন এলাকাবাসীর সঙ্গে যুক্ত রয়েছেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন বলেও দাবি করেন।
রবিউল আরও বলেন, তরুণরাই রাষ্ট্র ও রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। পারস্পরিক ঐক্য, সংলাপ ও মিথস্ক্রিয়ার মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থাপনার মানোন্নয়ন সম্ভব ।
ঢাকা-১০ আসনে সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তার নেতৃত্বে সেখানে রাজনৈতিক কর্তৃত্ব, ভিন্নমত দমন বা দুর্বৃত্তায়নের রাজনীতি থাকবে না।তিনি এলাকাবাসীর সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন এবং সামাজিক যোগাযোগ ও প্রভাব কাজে লাগিয়ে এবারের জন্য বিএনপি ও তার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও ঢাকা ১০ আসনের যুবসমাজ উপস্থিত ছিলেন।