মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
নতুন সদস্যদের বরণ করল গাজীপুর প্রেসক্লাব
সাংবাদিকতা কেবল একটি জীবিকা নয়-এটি জাতির বিবেক, গণতন্ত্রের প্রতিশ্রুতি ও সমাজের দর্পণ। এই আদর্শকে সামনে রেখে নতুন সদস্যদের বরণ করে নিয়েছে গাজীপুর প্রেসক্লাব। ফুলেল শুভেচ্ছা, দোয়া ও অঙ্গীকারের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন সাংবাদিকদের দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সদস্য যুগান্তরের গাজীপুর প্রতিনিধি শাহ্ সামসুল হক রিপন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে পারলেই সাংবাদিকরা সমাজের অনিয়ম ও অবিচার তুলে ধরতে সক্ষম হবেন। নবীন সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম এবং ডিআই-১ আবুল খায়ের বাশার। তারা বলেন, তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা দৃঢ় করতে এবং রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, নাসির আহমেদ, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান ও আবিদ হোসেন বুলবুল। বক্তারা বলেন, নবীনদের হাত ধরেই আগামীর সাংবাদিকতা এগিয়ে যাবে। এজন্য প্রশিক্ষণ, শুদ্ধতা, পেশাগত ঐক্য ও নৈতিকতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের রেজাউল বারী বাবুল, ভাওয়ালের সম্পাদক মনিরুজ্জামান,আরটিভির আজহারুল হক,আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধরী, বাংলাদেশের খবরের আব্দুল মালেক,শুভদিনের
মোঃ নূরুল ইসলাম সবুজ, আদর্শ বানীর রেজাউল করিম মোল্লা,স্বাধীন মতের আবদুল মান্নানসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন সদস্যদের উদ্দেশে বলা হয়-সত্য, নৈতিকতা ও জনস্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান পরিচয় ও দায়িত্ব।