শুভদিন অনলাইন রিপোর্টার:
এবার আইসিসির বৈষম্যের শিকার বাংলাদেশের গণমাধ্যম। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার রোষানলে পড়েছেন বাংলাদেশী সাংবাদিকেরা। বিশ্বকাপ কাভার করার অনুমতি পাচ্ছেন না তারা।
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মাঝে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশী সাংবাদিকদেরও বিশ্বকাপ থেকে বঞ্চিত করছে আইসিসি।
বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সকল সাংবাদিকেরা আবেদন করেছিলেন আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না বিশ্বকাপ কাভার করার জন্য। ভারত তো বটেই, শ্রীলঙ্কা পর্বেও মাঠে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশী সাংবাদিকদের।
সূচি অনুসারে বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেয়া সময়ের মধ্যে আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।
বাংলাদেশ খেলতে যাক কিংবা না যাক, বিশ্বকাপ কাভার করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের ভারত এবং শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি ছিল। অন্তত শ্রীলঙ্কায় যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তারা।
তবে এবার তাও হচ্ছে না। সকলের আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি। আজ (সোমবার) সন্ধ্যায় পাঠানো ই-মেইলে বাংলাদেশী সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।
বিষয়টি নিয়ে আইসিসির মিডিয়া বিভাগে যোগাযোগ করা হলে তাদের কোনো সাড়া মেলেনি। তবে এমন ঘটনা ক্রিকেটে বেশ বিরলই বলা যায়।