সিনেমাকে বিদায় জানাতে পারেন অনন্ত -বর্ষা

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলির ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী। তার সেই ব্যবসায় নাকি ধ্বস নেমেছে। ১২ হাজার থেকে নেমে ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা এখন ৪ হাজার। ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সে দিকেই মনোযোগ দিয়েছেন। তাই সিনেমাকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন তিনি। রবিবার (২৫ জানুয়ারি) এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়ক-প্রযোজক।
অনন্ত বলেন, সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না। তিনি আরও বলেন, যখন কোনও কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাবো। ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত বলেন, যখন সিনেমা করবো আবার একসঙ্গে করবো, না করলে দুজনের কেউ করবো না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি। অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা শুটিংয়ে ছিল। এই সিনেমার ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, যদি কখনও ভালো সময় আসে করব, নইলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *