ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বুধবার প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি ‘কার্যকরী মধ্যাহ্নভোজে’ অংশ নেবেন বলে মঙ্গলবার তার কার্যালয় জানিয়েছে।

প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মাখোঁ ‘ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করবেন।’

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজসম্পদসমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

মাখোাঁর কার্যালয় জানায়, বৈঠকে ‘আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ নিয়ে আলোচনা হবে, যা ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিতে প্রস্তুত।

রাশিয়ার হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের নেতা ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে বৈঠকের পর বুধবার প্যারিস সফরে যাচ্ছেন।

চলতি মাসের শুরুতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বলেন।

তবে গত সপ্তাহে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন।

ট্রাম্প ও রুটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে একটি ‘ফ্রেমওয়ার্ক’ হিসেবে উল্লেখ করেছেন, সে বিষয়ে একমত হন, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির ক্ষেত্রে ফ্রান্স নিজেকে অগ্রভাগে স্থাপন করেছে এবং আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ একটি কনস্যুলেট খোলার পরিকল্পনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *