শুভদিন অনলাইন রিপোর্টার:
ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ঢাকা-৯ একটি নাগরিক সুযোগ–সুবিধা বঞ্চিত এলাকা। এখানে গ্যাস সংকট রয়েছে, ভালো কলেজ–বিশ্ববিদ্যালয়ের অভাব আছে, হাসপাতালের সংখ্যা অপ্রতুল এবং বহু এলাকায় রাস্তাঘাট ও সেতুর সংকট রয়েছে। এসব সমস্যা নিরসনের মাধ্যমে নাগরিক অধিকার বাস্তবায়নই তাঁর মূল লক্ষ্য।
শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর বাসাবো এলাকায় জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা এই ঢাকা-৯ এলাকাকে চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই। মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার দলের কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।
নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান। এখানকার অলিগলিতে তাঁর বেড়ে ওঠা। প্রায় ৩৮ বছর ধরে তিনি রাজনৈতিকভাবে এলাকায় সক্রিয় এবং ব্যক্তিগতভাবে প্রায় ৫৩–৫৪ বছর ধরে এই এলাকাতেই বসবাস করছেন। এলাকার মানুষের দুঃখ–কষ্টকে তিনি নিজের দুঃখ বলে মনে করেন।
ভোটারদের সাড়া প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার মানুষ তাঁকে দীর্ঘদিন ধরে চেনে রাজনৈতিক ও ব্যক্তিগত উভয়ভাবেই। তাঁর রাজনৈতিক অতীতই মানুষের কাছে মূল্যায়নের বিষয় হবে। অতীত যদি ভালো হয়ে থাকে, তবে মানুষ সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদী।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকা-৯ এলাকায় সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, গ্যাস সমস্যার সমাধান, ইনডোর ও আউটডোর খেলাধুলার ব্যবস্থা, কমিউনিটি সেন্টার স্থাপন, নতুন কলেজ বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি। অনেক এলাকায় এখনো রিকশা বা সাইকেল চলাচলের সুযোগ নেই সেসব এলাকায় সড়ক ও সেতু নির্মাণ প্রয়োজন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক সহযোদ্ধদের হত্যার ঘটনাও ঘটেছে। দেশি ও আন্তর্জাতিক একটি মহল চায় না দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এসব চক্রান্ত মোকাবিলা করেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সকলের মতামত ও ঐক্যের মাধ্যমে ইনশাআল্লাহ একটি নিরাপদ ও নাগরিক সুবিধাসম্পন্ন ঢাকা-৯ গড়ে তোলা সম্ভব।