ইসরাইলি তাণ্ডবে ৭ দিনে ১,৪২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

শুভদিন অনলাইন রিপোর্টার:

গাজায় দখলদার ইসরাইলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ায় গত এক সপ্তাহে ১,৪২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরঞ্জামের মজুদও বিপজ্জনকভাবে কমে এসেছে।
শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেছেন, ‘প্রতিটি বাস্তুচ্যুতির ঢেউয়ের সঙ্গে হাজার হাজার মানুষ শুধু তাদের আশ্রয়ই হারাচ্ছে না, বরং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে’।
ডুজারিখ আরও জানান, ‘বর্তমানে ইসরাইলের জোরপূর্বক উচ্ছেদ আদেশ গাজার ১৭ শতাংশ এলাকার মানুষকে ঘরছাড়া করেছে’।
তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিমান হামলা, প্রতিদিনের বাস্তুচ্যুতি আদেশ এবং মানবিক সহায়তার ওপর বিধিনিষেধ গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে’।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলোর মতে, গাজায় চিকিৎসা সরঞ্জাম, রান্নার গ্যাস এবং রুটি তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানির মজুদ ভয়াবহভাবে কমে গেছে।
ডুজারিখ আরও বলেন, ‘গাজায় এখনো পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না, যার ফলে হাজার হাজার মানুষের জীবন সংকটে পড়েছে’।
এ অবস্থায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো তাত্ক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার জন্য অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০,৬০৯ জনে পৌঁছেছে।
তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিসহ প্রকৃত মৃতের সংখ্যা ৬২,৭০০ ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *