শুভদিন অনলাইন রিপোর্টার:
মাত্র ৩ দিন আগে তার ট্রেনিং শেষ হয়। প্রশিক্ষণ চলাকালে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর সঙ্গে থাকেন। তবে আজ ছিলো তৌকিরের প্রথম একক উড্ডয়ন বা সলো ফ্লাইট।
সাধারণত, কোনো পাইলটের প্রথম একক ফ্লাইটে পুরো স্কোয়াড্রনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রানওয়ের পাশে ইনস্ট্রাক্টর থাকেন সতর্ক অবস্থানে, ওয়ারলেসে সরাসরি যোগাযোগে প্রস্তুত, যদি জরুরি কোনো নির্দেশনা দিতে হয়।
তৌকির টেকঅফ করার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর বিমানের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। দেখা যায়, উত্তর দিক থেকে ঘুরে ফাইটার জেটটি দক্ষিণ দিকে নামতে নামতে উচ্চতা হারাচ্ছে। বারবার রেডিও যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশনই হয়ে উঠল শেষ ফ্লাইট।
মাত্র ৩ দিন আগে তার ট্রেনিং শেষ হয়। প্রশিক্ষণ চলাকালে প্রতিটি উড্ডয়নে একজন ইনস্ট্রাক্টর সঙ্গে থাকেন। তবে আজ ছিলো তৌকিরের প্রথম একক উড্ডয়ন বা সলো ফ্লাইট।
সাধারণত, কোনো পাইলটের প্রথম একক ফ্লাইটে পুরো স্কোয়াড্রনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রানওয়ের পাশে ইনস্ট্রাক্টর থাকেন সতর্ক অবস্থানে, ওয়ারলেসে সরাসরি যোগাযোগে প্রস্তুত, যদি জরুরি কোনো নির্দেশনা দিতে হয়।
তৌকির টেকঅফ করার পাঁচ থেকে সাত মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর বিমানের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। দেখা যায়, উত্তর দিক থেকে ঘুরে ফাইটার জেটটি দক্ষিণ দিকে নামতে নামতে উচ্চতা হারাচ্ছে। বারবার রেডিও যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ফ্লাইটটি এমন অবস্থানে ছিল যে, সরাসরি বিমানবন্দরের আন্তর্জাতিক টারমাক বা পার্কিং জোনে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পাইলট তৌকির সম্ভবত কোনো এক প্রচেষ্টায় জেটটির দিক পরিবর্তন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি রেডিও সিগন্যালও অকার্যকর হয়ে পড়ে।
জেটটি সম্ভবত ফাঁকা মাঠে নামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত জেটটি বাউন্স করে গিয়ে মাইলস্টোন স্কুল ভবনের মধ্যে আঘাত হানে।
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। ফ্লাইটটি এমন অবস্থানে ছিল যে, সরাসরি বিমানবন্দরের আন্তর্জাতিক টারমাক বা পার্কিং জোনে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পাইলট তৌকির সম্ভবত কোনো এক প্রচেষ্টায় জেটটির দিক পরিবর্তন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি রেডিও সিগন্যালও অকার্যকর হয়ে পড়ে।
জেটটি সম্ভবত ফাঁকা মাঠে নামানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত জেটটি বাউন্স করে গিয়ে মাইলস্টোন স্কুল ভবনের মধ্যে আঘাত হানে।