বিমান বিধ্বস্ত: হতাহতদের তালিকা দিলো আইএসপিআর

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

সোমবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ১৮ ব্যক্তির তালিকা দেওয়া হয়। পরে ৫টা ৪০ মিনিটের দিকে আরও একটি বিজ্ঞপ্তিতে পাইলটের মৃত্যু নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়।

সে তালিকায় কোন হাসপাতালে কতজন আহত ও নিহত রয়েছে তা জানানো হয়েছে।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০জন, নিহত ২
৩. সিএমএইচ-ঢাকায়: আহত ১৪ জন, নিহত ১১
৪. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত নেই, নিহত ২
৫. উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল: অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১, নিহত ২
৬. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *