বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫২ মিনিট ৫৭ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিষয়ক এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতর থেকে পূর্ব ও উত্তর-পূর্বে ১০৫ কিলোমিটার দূরে, বাংলাদেশ-ভারত সীমান্তের দিকে।
ভূমিকম্পের মাত্রা ‘মৃদু’ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) এ বিষয়ে নিশ্চিত করেছে।
ইএমএসসির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৬৮ কিলোমিটার উত্তরে এবং ভারতের আগরতলা থেকে ২৬ কিলোমিটার উত্তরে দুদেশের সীমান্তের দিকে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনটির উৎপত্তি হয়।
ভূমিকম্পটি মৃদু এবং স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে এ বিষয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে তাদের অভিজ্ঞতা জানিয়ে সবাইকে নিরাপদ থাকার জন্য পরামর্শ দেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *