গ্যাসের দাম বৃদ্ধিতে পুরোনো ও নতুন বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে

শুভদিন অনলাইন রিপোর্টার:

গ্যাসের দাম বৃদ্ধিতে পুরোনো ও নতুন বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে বলে তাৎক্ষণিক প্রক্রিয়ায় জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়ানো নিয়ে আপত্তি ছিল ব্যবসায়ীদের। তারপরেও এ সরকার নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ালো। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়বে। এছাড়া প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইও কমবে।
রোববার নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভে ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন- সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি (এপ্রিল) মাসের বিল থেকেই কার্যকর হবে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধিতে পুরোনো এবং নতুন বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে। এটি সরকারের নতুন বিনিয়োগকারী আকর্ষণের নীতির সম্পূর্ণ পরিপন্থী। তিনি প্রশ্ন তোলেন, গত বিনিয়োগ সম্মেলনে সরকার যেখানে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে, সেখানে এখন কীভাবে গ্যাসের দাম বাড়ানো হয়? শাহরিয়ার বলেন, অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন এই মূল্যবৃদ্ধির কারণে সবাইকে তা পুনর্বিবেচনা করতে হচ্ছে, কারণ এতে বিদ্যমান বিনিয়োগকারীদের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
দেশের নিট পোশাক রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্প গ্যাসের দাম আগে ৩০ টাকা ছিল, সেটাই নতুন শিল্প স্থাপনের জন্য চ্যালেঞ্জিং ছিল। এরপর আরও দাম বাড়ালে নতুন করে শিল্প স্থাপনের আগ্রহ হারাবেন বিনিয়োগকারীরা। তিনি বলেন, সরকার একদিকে বিনিয়োগ বাড়ানোর কথা বলছে, আবার বিনিয়োগ ঝুঁকিতে ফেলার মতো সিদ্ধান্ত নিচ্ছে।
বিজিএমইএ সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, পোশাক শিল্পের ক্ষেত্রে অন্যান্য প্রতিযোগী দেশের চেয়ে আমরা পিছিয়ে যাবো।
গ্যাসের দাম বাড়ানো হলেও সরবরাহ ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ, ভারতের ট্রান্সশিপমেন্ট ইস্যু নিয়ে চিন্তিত। ঠিক সে সময় এ গ্যাসের মূল্যবৃদ্ধি সমন্বয় কঠিন হবে ব্যবসায়ীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *