সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে রাজনৈতিক বিরোধে মা -ছেলেকে বেঁধে মারধরে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটে ১ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় গাছুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতর।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপনের একটি পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এটি শেয়ার দেয় হামলার শিকার যুবক শাহীন । এর জেরে অভিযুক্ত বিএনপি নেতা রিপন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বেঁধে প্রথমে শাহীনকে এবং পরবর্তীতে তাঁর চিৎকারে ছুটে আসা তাঁর মা আক্তারা কেও বেদম মারধর করে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার শিকার যুবক ও তাঁর মা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস এর ব্যবস্থাপত্রে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত রিপন স্থানীয় নুরছাপা বেকারীর বাড়ির বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুর রহিম এর অনুসারী বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মারধর ও হত্যাচেষ্টার দায়ে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানা ও সন্দ্বীপ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার এর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন আক্তারা বেগম।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম চৌধুরী জানান,অভিযোগ পেয়েছি এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।