শুভদিন অনলাইন রিপোর্টার:
ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
তার কারণে আগস্ট মাসে বর্তমানে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের ম্যাচগুলো হতে পারে।
আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সফর বাতিল হতে পারে।
শুধু তাই নয় পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা সেটাও স্থগিত হয়ে যেতে পারে। ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে।
ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে এমন সমস্যায় পড়তে যাচ্ছে বাংলাদেশ।