সালমানের রাতের পার্টিতে হার মানলো বিদেশিরা, লুটিয়ে পড়লো মাটিতে!

শুভদিন অনলাইন রিপোর্টার:

নিজস্ব কিছু স্টাইল আর গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে নিজেকে তুলে ধরা এক অভিনেতার নাম সালমান খান। বলিউডের প্রিয় ‘ভাইজান’ যেমন তার অভিনয়ের জন্য খ্যাত, একইভাবে নানা সময় নানা অসংলগ্ন কাজের জন্য নিন্দিতও। গুজবের সাথে যেন তার চিরকালের বন্ধুত্ব। তবে গুজব নয় হিন্দী সিনেমার এই সুপারস্টারকে নিয়ে এবার বাস্তবের একটি মজার ঘটনা জানালেন তার ছবির পরিচালক।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’-এর শুটিং চলাকালীন সেই মজার ঘটনা শেয়ার করলেন ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরু।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান, শুটিংয়ের সময় সালমান খান একটি পার্টি দিয়েছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও।
পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন, ‘সকালবেলা কাজে আসতে হলে, এই পার্টিতে যেও না। এটা সালমান খানের পার্টি- খুব সহজ নয়!’
কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন। বলেন, ‘আমরা রাশিয়ান। আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না।’ সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে।
শুরু হয় টানা ভদকা খাওয়ার লড়াই। রাতভর চলতে থাকে মদ্যপান। তারা প্রমাণ করতে চাইছিলেন, রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না। কয়েকঘণ্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে।
রাধিকা বলেন, ‘কিছু লোক সিঁড়ি দিয়ে গড়িয়ে নামছিলেন, কেউ আবার ওখানেই মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন। পরের দিন যখন তারা সেটে এলেন, মাথা ধরে বেশিরভাগ শুয়ে রইলেন। রাশিয়ানরা অত্যন্ত পেশাদার। তাই শুটিং বন্ধ থাকবে এইরকম একটা কারণে, এটা মেনে নিতে পারেননি।’
অথচ সালমান একদম সময়মতো শুটিং সেটে হাজির, পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে। রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন, ‘তার শরীরে একটুও হ্যাংওভার ছিল না। আমরা সবাই নাস্তানাবুদ, আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে। সত্যিই কথা বলে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিল সেদিন সকালে।’
প্রসঙ্গত, ২০০৫ সালে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিটি মুক্তি পায়। যেখানে সালমান খানের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী স্নেহা উল্লালকেও। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *