-সাবেরা বানু রোনা
মাথার উপরে ধূসর আকাশ
কেমন যেন মলিন!
বিবর্ণ দিন গুলো মনে হয়,
কি নিরব প্রানহীন।
কোথা গেল সেই ঘন নীলাকাশ।
আর কেন তারে খুঁজে নাহি পাই।
সজীব সবুজ মোর চারিপাশ।
গালিচার মতো বিছানো সেই ঘাস।
ভ্রমর এসে কানের কাছে
শোনাতো তার প্রেমের ইতিহাস।
কত কথা জাগে মনে
ফিসফিস করে বলি আমি
বাতাসের কানে কানে।
স্বাদহীন,বর্নহীন,গন্ধহীন দিনগুলি,
নেই সেই সজীবতা।
কান পেতে থাকি আমি
যদি ভেসে আসে কোন প্রতিধ্বনি!
শুধু বিরহের গান বাজে অবিরাম।
এক ফালি পাণ্ডুর চাঁদ একা জেগে আছে,
গাছের ছায়ার ফাঁকে,
কি জানি কিসের প্রতিক্ষায়।
দেখি চাতকের মত চেয়ে আছে
অসীম পিপাসায়।
তবু আমি দাঁড়িয়ে বাতায়ন পাশে,
যদি সেই পদধ্বনি ভুলে ভেসে আসে।
আকাশের পানে চাই।
বেদনাভরা করুণ সুরে কে যেন বলে,
নাই হেথা নাই।
অজানার পথে উড়ি আকাশে,
যদি বলকার ডানায়
তার দেখা পাওয়া যায়।
ধূসর মলিন কঠিন এক বেদনার সাড়া পাই।
আবার ডাকিয়া বলে, নাই সে তো হেথা নাই।