সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

শুভদিন অনলাইন রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও মূল হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ অবরোধ করেন তারা।
নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের সড়কে বসে পড়েছেন। এতে শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সেখানে উপস্থিত রয়েছেন।
নেতা-কর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এর আগে এদিন দুপুরে শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন ঢাবি শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *