শুভদিন অনলাইন রিপোর্টার:
গত বছরের নভেম্বরের পর স্বীকৃত ক্রিকেটে আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় সব টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে সাকিবের। পিএসএল দিয়ে আজ রাতে ৬ মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একই দিনে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান।
পিএসএলের দল লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিবকে। সাকিবকে দলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানার। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তাঁর অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। তাঁর উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’
এবারের পিএসএলে লাহোর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে দলটির। সেরা চারে থাকলে প্লে–অফে উঠবে লাহোর।
গতকাল রাতেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আজ রাতে তাকে দেখা যাবে আইপিএলে। লীগ পর্বে শেষ ৩ ম্যাচের জন্য তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সব ম্যাচের জন্যই বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন এই বাঁহাতি পেসার।