সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক হার

শুভদিন অনলাইন রিপোর্টার:

ব্যাটাররা ২০০ ছাড়ানো পুঁজি এনে দিলেন! বোলাররা এরপর দু হাত ভরে রান দিলেন! ফিল্ডাররা হাস্যকর সব মিস করলেন! ফলাফল- সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হার উপহার দিলো লিটন কুমার দাসের দল। এর আগে কখনও ১৭৩ রানের বেশি তাড়া করে না জেতা আইসিসির সহযোগী দেশটি আজ বাংলাদেশের ২০৫ রান তাড়া করে জিতলো!
দুই ওভারে জয়ের জন্য আরব আমিরাতের প্রয়োজন ছিল ৩৫ রান। প্রথম ৫ বলে ১৩ রান দেওয়া শরিফুল ইসলাম ওভার থ্রোতে শেষ বলে দিলেন ৪ রান! শেষ ওভারের সমীকরণ দাড়ায় ১২ রান! ওয়াইড দিয়ে শুরু করা তানজীম হাসান সাকিব এরপর ফুলটস, নো সবই করলেন! ২ বলে ২ রান প্রয়োজন এমন সময়ে থ্রোটাও দেরীতে করলেন তাওহীদ হৃদয়! যেন সার্কাসের কোনো শো মঞ্চায়ন করলো হৃদয়-শরিফুলরা। তাতে প্রথমবার ২০০ রান ডিফেন্ড করতে ব্যর্থ বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *