পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের বিপুল সম্পত্তি জব্দের আদেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান।

জব্দ করা সম্পত্তির তালিকায় রয়েছে:-
নাফিজ সারাফতের নামে থাকা ৬টি সম্পূর্ণ ফ্ল্যাট ও ১টি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা, ২০ তলা একটি ভবনসহ ২টি বাড়ি, ৪টি প্লট এবং ৪টি নাল ও চালা জমি। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা ৫টি ফ্ল্যাট এবং ৩টি নাল ও চালা জমি। ছেলে রাহিব সাফওয়ান সারাফতের নামে থাকা ৭টি ফ্ল্যাট। উল্লেখ্য, এসব সম্পত্তি রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সারাফত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের নামে থাকা সম্পত্তিগুলো জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জিত হয়েছে এবং তারা বর্তমানে পলাতক রয়েছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তারা এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রয়ের চেষ্টা করছেন। এ কারণে সুষ্ঠু অনুসন্ধান ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সম্পত্তিগুলো অবিলম্বে জব্দ করা জরুরি হয়ে পড়ে।
এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি এবং ২২ জানুয়ারি চৌধুরী নাফিজ সারাফতের নামে থাকা ঢাকার বিভিন্ন বাড়ি, জমি ও বিদেশে অবস্থিত দুবাইয়ের দুটি ফ্ল্যাটসহ আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন একই আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *