কুষ্টিয়ায় আবারও ড্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ যুবকের!

মোঃ জালাল উদ্দিন খান কুষ্টিয়া:


কুষ্টিয়ায় আবারও ড্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী ২ যুবকের! কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার বিজিবি সেক্টর ও নওপাড়া বাজারের মধ্যবর্তি যোগীপোলনামক স্থানে আজ বিকেলে মর্মান্ত থেকে দুর্ঘটনা ঘটে!

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আজ মঙ্গলবার বিকেলে ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে স্থানীয় এসে মুমুর্ষ অবস্থায় দুই মোটর সাইকেলে থাকা ৪ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে দুজন মারা যান। এতে আহত হয়ে আরও একজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত প্রশান্ত হালদার(৩৫) হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। পরে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন।

এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুষ্টিয়া শহরতলী মঙ্গলবাড়ীয়ার তুষার(৩৫) ও রাব্বি(৩৫) নামের দুই বন্ধু মারা যায়।

নি’হত তুষার বাবা-মায়ের একমাত্র সন্তান। তুষার ও রাব্বি দুই বন্ধুর মৃত্যুতে তাদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *