সন্দ্বীপে খাল দখলের বিরোধে  প্রতিপক্ষের হামলায়  যুবকের মৃত্যু

সন্দ্বীপ প্রতিনিধি, চট্টগ্রাম:

সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও একটি খাল দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।  এতে কমপক্ষে চারজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত রিফাত নামের এক যুবক গতকাল বিকেলে   চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

এলাকাবাসী  সূত্রে জানা যায়,ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে। স্থানীয়  জামসেদ মেম্বারের ছেলে রিফাতের(২৮) সঙ্গে একই ইউনিয়নের আলমগীর ও দিদার নামে দুই ব্যক্তির খালে জাল বসানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের উত্তেজনা চরমে ওঠে এবং সংঘর্ষে জড়ায়।

এসময়  জাবেদ, জাহাঙ্গীর, সুমন, রুবেল, ইলিয়াস, শাহাদাত, নোয়াব, আনোয়ার, রিপন, রহিমসহ অন্তত ১৫-২০ জনের একটি দল রামদা, ছুরি, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে রিফাতের ওপর হামলা চালায়। রিফাতের মাথায় রামদার কোপ লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলায় নিহত রিফতের পিতা জামসেদ মেম্বার বলেন, “রাজুর নেতৃত্বে ১০-১২ জনের গ্রুপ আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আলম চৌধুরী বলেন, ভিকটিমের মৃত্যুর সংবাদ জেনেছি।অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ”
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *