মোঃ জালাল উদ্দিন খান কুষ্টিয়া প্রতিনিধি:
আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। পাশেই হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে ছিল পৌর বিএনপির সম্মেলন। এই ঘটনার সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম এর দিক নির্দেশনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ ও দলীয় নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে সেই বখাটে শনাক্ত করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন।