শুক্রবার ইসরায়েল জানিয়েছে, আগামীকাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া তিন জিম্মির নাম পেয়েছে তারা।শনিবার মুক্তি পাওয়ার কথা রয়েছে এমন জিম্মিদের মধ্যে রয়েছেন ইসরায়েলি-রাশিয়ান সাশা ত্রুপানভ, ইসরায়েলি-আমেরিকান সাগুই ডেকেল-চেন এবং ইসরায়েলি-আর্জেন্টিনার ইয়ার হর্ন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।তাদের মধ্যে একজন হামাসের মিত্র ইসলামিক জিহাদের হাতে আটক। যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল অভিযানে অংশ নিয়েছিল।
ইসরায়েল হামাসকে সতর্ক করে দিয়েছিল, এই সপ্তাহান্তে তাদের তিনজন জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। অন্যথায় যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। কারণ হামাস জানিয়েছে, তারা গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের কারণে জিম্মি মুক্তি স্থগিত করবে।
১৯ জানুয়ারি চালু হওয়া যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর থেকে ব্যাপক চাপের মধ্যে রয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল