গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ গ্রেপ্তার

মেহেরপু প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ
সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত পলাশ গাংনী উপজেলা
শহরের উত্তরপাড়ার কাওছার আলীর ছেলে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটিদল তাকে
গ্রেপ্তার করে।
জেলা ডিবি পুলিশের ওসি গোপাল কর্মকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের
৩০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের
আত্মার মাগফিরাত কামনায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জলন করতে যায়।
এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় বৈষম্য
বিরোধী ছাত্র গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের রেজানুল হক ইমন বাদী হয়ে ৩৭ জনের নামে
একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১. তারিখঃ ১৯/০৮/২০২৪ ইং। ওই মামলার
অজ্ঞাতনামা আসামি হিসেবে শফি কামাল পলাশকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *