মেহেরপুরের ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন হত্যার দায়ে বাচ্চু মিয়া নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের আব্দুল লতিবের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে ইজি বাইক চালক জামাল হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় হাসেম মিয়ার লিচু বাগানে ফেলে রেখে যাই । তাকে হত্যা করার পর তার ইজি বাইকটি নিয়ে যায়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনা নিহত জামাল হোসেনের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মেহেরপুর সদর থানায় ৩০২/৩৪/৩৭৯ পেনাল কোড একটি মামলা দায়ের করেন। যার মেহেরপুর থানা মামলা নং ১৬। জি আর কেস নং ৩২৬/২২।সেশন কেস নং ১১০/৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত কাজ শেষ করেন এবং মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিবের ছেলে বাচ্চু মিয়াকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িতে থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষে আসামী বাচ্চুমিয়া দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ডাদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমান, অনাদায় আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
মামলা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিটরটর সাইদুর রাজ্জাক এবং আসামী পক্ষে রেহান উদ্দিন মনা কৌঁশলী ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *