শুভদিন অনলাইন রিপোর্টার:
সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ওয়াকআউট করেছে বিএনপি। দলটির অভিযোগ, রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত করতে গিয়ে ‘রাষ্ট্রের কার্যকারিতা’ই প্রশ্নের মুখে পড়ছে। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়।
সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার ২০তম দিনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের দলীয় অবস্থান থেকে সরে এসে নির্বাচন কমিশন গঠনে একমত হয়েছি। এমনকি একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারবেন—এই প্রস্তাবেও একমত হয়েছি। কিন্তু সব জায়গায় যদি নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দেয়া হয়, তাহলে রাষ্ট্র ফাংশন করবে কীভাবে?’
ঐকমত্য আলোচনায় সোমবারের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান এবং নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি। আলোচনা চলাকালে বিএনপির প্রতিনিধিরা অসন্তোষ জানিয়ে বৈঠকস্থল ত্যাগ করেন।