শুভদিন অনলাইন রিপোর্টার:
অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে হারের পর থেকে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা জস বাটলারকে অধিনায়কত্ব ছাড়তে বলছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাটলার। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন এই উইকেটরক্ষক ব্যাটার।