গণঅভ্যুত্থান-২০২৪ এ আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে, অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে।
গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে নিহত ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *