নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযমকে আটক করেছে থানা পুলিশ। ৩ আগস্ট (রোববার) বিকেল সোয়া ৫ টার দিকে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

আটককৃত গোলাম আযম নিষিদ্ধ সংগঠন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁ পাড়ার ঝন্টুর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে  প্রেক্ষিতে রোববার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করেছে।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, আটকের পর আজ বিকেলেই ছাত্রলীগের ওই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *