শুভদিন অনলাইন রিপোর্টার:
বাংলাদেশ তার কূটনৈতিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি হাইকমিশন এবং মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি কনস্যুলেট চালু করতে যাচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাসস’কে বলেছেন, ‘আমরা আর্থিক অনুমোদন পেয়েছি এবং আগামী তিন মাসের মধ্যেই দুটি মিশনের কার্যক্রম শুরু হবে।’
মিশন দুটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রস্তুতি চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের কৌশলগত পদক্ষেপের অংশ, যার লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিবাসী কর্মীদের জন্য কনস্যুলার সেবা উন্নত করা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও জানান, মালয়েশিয়ার পেনাং-এ আরও একটি কনস্যুলেট স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে করে ওই অঞ্চলের বিশাল অভিবাসী কর্মীদের আরও ভালোভাবে সেবা দেওয়া যায়।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন দেশে আরও ছয়টি নতুন দূতাবাস ও কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিয়েছে, তবে এসব মিশনের জন্য অর্থ বিভাগ থেকে এখনো অর্থ বরাদ্দ করা হয়নি।
তিনি বলেন, এর আগে অর্থ বিভাগের অনুমোদন ছিল না। আমরা প্রস্তাবগুলো পুনরায় জমা দিয়েছি। একসাথে ছয়টি চালু করা সম্ভব নাও হতে পারে। তবে আমরা আশা করি, সবচেয়ে জরুরি মিশনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রস্তাবিত নতুন মিশগুলোর মধ্যে চীনের গুয়াংজুতে একটি কনস্যুলেট এবং আয়ারল্যান্ডে একটি পূর্ণাঙ্গ দূতাবাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এসব স্থানের কৌশলগত, অর্থনৈতিক ও প্রবাসী প্রাসঙ্গিকতা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দুটি মিশনের দ্রুত অনুমোদন দেওয়ার জন্য আমরা অর্থ উপদেষ্টাকে বোঝানোর চেষ্টা করব, যাতে আগামী বছরের মধ্যেই এগুলো চালু করা সম্ভব হয়।
তিনি বলেন, বাকি মিশনগুলো বাজেট অনুমোদনের ওপর নির্ভর করে ধাপে ধাপে চালু করা যেতে পারে।
নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশির সংখ্যা কয়েক হাজার, যার মধ্যে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে কনস্যুলার সেবা গ্রহণ করে আসছে।
ওয়েলিংটনে হাইকমিশন চালু হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সেবা আরও সহজলভ্য হবে এবং নিউজিল্যান্ডে বাংলাদেশ তার কূটনৈতিক কার্যক্রম বাড়াতে পারবে, যেখানে ইতোমধ্যে ভারত ও পাকিস্তানসহ ৭২টি দেশ তাদের মিশন চালু করেছে।
একইভাবে, জোহর বাহরুতে নতুন কনস্যুলেটটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য সেবা সম্প্রসারণ করবে। বর্তমানে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও এর পাসপোর্ট কেন্দ্রের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।
এই বিষয়ে অবগত কর্মকর্তারা জানান, কূটনৈতিক সম্প্রসারণের এই পদক্ষেপটি বাংলাদেশের বিকশিত পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা অর্থনৈতিক কূটনীতি, শ্রম অভিবাসন ব্যবস্থাপনা এবং প্রবাসীদের জন্য জনকেন্দ্রিক পরিষেবার ওপর জোর দেয়।