মোঃ নূরুল ইসলাম সবুজ,গাজীপুরঃ
গাজীপুরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই অভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই সম্মিলনের আয়োজন করা হয়।
সম্মিলনে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী এম যাবের সাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাস্ছেম বিল্লাহ, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী এম যাবের সাদেক ছাড়াও শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত শিক্ষার্থী, পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
পরে শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত শিক্ষার্থী, পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও দুপুরের খাবার প্রদান করা হয়