বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই ৫ জুলাই (মঙ্গলবার) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, জয়ের গল্প শোনা, স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।