মোঃ জালাল উদ্দিন খান,কুষ্টিয়া:
কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। অন্যদিকে পৃথক দুটি স্থান থেকে পুলিশ ২ জন নারীর মরদেহ উদ্ধার করেছে।
বুধবার সকালে জেলার সদর উপজেলার খাজানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সিয়াম (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। অন্যদিকে কোর্টপাড়াস্থ বারো শরীফ দরবারে সামনে ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে।
সূত্র জানায় ছয় মাস আগে সিয়াম প্রেম করে বিয়ে করেছিল। তবে পারিবারিক অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের একদিন পরই এই আত্মহত্যা ঘটনা ঘটে। নিহত সিয়াম খাজানগরের আদেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাজী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে লাফ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মিরপুর থনার ওসি মমিনুল ইসলাম বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভিতরে অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে কোটপাড়াস্থ শরীফ দরবারে সামনে থেকে অজ্ঞাতন নারীর লাশ পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গের প্রেরণ করেছে।