সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬জন  

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাত ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ে উপজেলার পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে এবং পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হল, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব,মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি,চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার ও দা। বিকেলে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এতথ্য জানান।

তিনি জানান, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃিত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অপরদিকে, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজা সহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়। পালিয়ে যায় আসামীরা। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *