গাজীপুরে লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএম এস ডিলার নিয়োগ

মোঃ নূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় এই উদ্যোগ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস কেন্দ্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে পূর্বে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নিয়োগ পেয়েছিলেন। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য নতুন ডিলার নির্বাচিত হয়েছেন।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ প্রার্থীর মধ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ডিলাররা সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকায় বিক্রি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *