-কাজী মোঃ হাসান
হয়তো আজ না হয় কাল দেখা হবে কোন একদিন,
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কি জবাব দেবে সেদিন।।
অসহায় হাত দুটি দিয়েছিলে তুলে
তবু কেন সব কথা আজ গেলে ভুলে?
কি ভাবে শুধিবে হৃদয়-আঁচলে বাধা ভালোবাসা ঋণ।।
হয়তো একদিন মিছে হবে সব ভালোবাসা প্রেম প্রীতি,
তুমি আমি একসাথে ছিলাম,গাঁথা রয়েছে যতো স্মৃতি।
তুমি তো যাবেই আমিও যাবো গো চলে ,
পড়ে রবে যা সাজিয়েছিলাম খেলা ছলে!
তবে কেন এখনই বাজালে মন ভাঙা ব্যথার বীণ।।
১৫/০৮/২০২৫
সস্তাপুর, নারায়ণগঞ্জ