গাজায় অনাহারে আরও ১০ জনের মৃত্যু

শুভদিন অনলাইন রিপোর্টার:

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। এই পরিস্থিতির মধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
জাতিসংঘ কর্মকর্তারা এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের কারণে জীবনরক্ষাকারী জরুরি সহায়তা বন্ধ হয়ে গেছে। এতে শিশুদের অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক কঠোর ভাষণের সময় কর্মকর্তারা বলেন, অবরুদ্ধ এই এলাকায় দুর্ভিক্ষ ও ব্যাপক অনাহার কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয়। বরং এটি ‘কৃত্রিমভাবে তৈরি’ এবং ‘মানবসৃষ্ট’ এক বিপর্যয় বলে মন্তব্য করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *