আনিসুর রহমান, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের চাঁদাবাজি, অবৈধ দখল ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিন গিয়ে দেখা যায়, এলাকার বাসিন্দা বৃদ্ধ আব্দুর রহিমের জমিতে ‘বায়না সূত্রে মালিক’ লেখা একটি সাইনবোর্ড টাঙিয়েছে আব্দুর রউফ। স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় রউফ ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থক ও সাধারণ মানুষদের বাড়িঘরে হামলা, লুটপাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে মাসে চুলাপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করেন তিনি। বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি নেমে আসে অমানবিক নির্যাতন। তবে ভয়ে প্রকাশ্যে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন,
“আমার জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে মালিকানা দাবি করছে রউফ। বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি এলাকায় প্রবেশ করতে পারছি না। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রউফের এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন,
“গরিব অসহায় রহিমের সম্পত্তি দখল করা অন্যায়। আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। আমি এটা কোনোভাবেই সমর্থন করি না।”
অভিযোগের বিষয়ে আব্দুর রউফ বলেন,
“আমি জমির মালিকের কাছ থেকে বায়না করেই সাইনবোর্ড টাঙিয়েছি।”
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন,
“এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।